মিরপুরে রাহাতুলের ভেলকি

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের মাঠে মোহাম্মদ আশরাফুলের কলাবাগানের বিপক্ষে লড়ছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।
ম্যাচটিতে টসে জিতে খেলাঘরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় কলাবাগান। ব্যাট করতে নেমে দলীয় ৬২ রানের মধ্যে ৩ উইকেট হারালেও অমিত মজুমদার এবং অশক মেনেরিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় খেলাঘর।
৪২ রান করে অমিত রান আউট হয়ে ফিরলেও উইকেটে থিতু হয়ে ব্যাট করছেন অশক মেনেরিয়া। এই রিপোর্ট লিখা পর্যন্ত ৩৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৩৫ রান করেছে দলটি।

কলাবাগানের বোলারদের মধ্যে তিনটি উইকেট নিয়েছেন রাহাতুল ফেরদৌস।
কলাবাগান ক্রীড়া চক্র একাদশ : তাসামুল হক, ওয়ালিউল করিম, মোহাম্মদ আশরাফুল, আকবর উর রেহমান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, রাহাতুল ফেরদৌস, মুক্তার আলী (অধিনায়ক), আবুল হাসান, নাহিদ হাসান, সঞ্জিত সাহা, মাহবুবুল আলম।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি একাদশ: রবিউল ইসলাম রবি, সাদিকুর রহমান, মাহিদুল ইসলাম ভূইয়া, অমিত মজুমদার, অশোক মেনারিয়া, মোহাম্মদ নাজিমউদ্দিন, আঞ্জুম আহমেদ, তানভির ইসলাম, রাফসান আল মাহমুদ, হাসান মাহমুদ, মাসুম খান।