ঝড় তুলে ফিফটির পথে তামিম

ছবি:

ইসলামাবাদ ইউনাইটেড দলের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে তামিম ইকবালের পেশোয়ার জালমি। শুরু থেকে দেখে শুনে খেললেও পরবর্তীতে হাত খুলেন পেশোয়ার ওপেনাররা।
আর তাতেই শুরুর পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগিয়েছেন পেশোয়ারের দুই ওপেনার। বিশেষ করে পেশোয়ার ওপেনার কামরান আকমল ৩২ বলে ৫৩ রানের (সাতটি চার এবং চারটি ছয়) ইনিংসটি পেশোয়ারকে শক্ত ভীত গড়ে দেয়।
তবে ব্যাটিং পাওয়ারপ্লের পরেই সামিত প্যাটেলের বলে আউট হন তিনি। চলতি আসরে পেশোয়ার জালমির হয়ে প্রথম ফিফটিটি হাঁকিয়েছেন কামরান। তিনি ফিরে গেলেও উইকেটে আছেন তামিম ইকবাল।
ডোয়াইন স্মিথের সাথে জুটি গড়ে পেশোয়ারকে ইনিংসের ১১তম ওভারে শত রানে পৌঁছে দেন তিনি। প্রায় ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করে ব্যক্তিগত ফিফটির পথে এগোতে থাকেন তামিম (২৬ বলে ৩৮ রানে অপরাজিত আছেন তিনি)।

পেশোয়ার একাদশঃ
তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন স্যামি, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, উমাইদ আসিফ, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর।
ইসলামাবাদ ইউনাইটেডঃ
লুক রঞ্চি, চ্যাডউইক ওয়ালটন, আসিফ আলী, ইফতিখার আহমেদ, হুসাইন তালাত, সামিত প্যাটেল, আন্দ্রে রাসেল, শাদাব খান, ফাহিম আশরাফ, রুমমান রায়স, মোহাম্মদ সামি।