ব্যাটিংয়ে তামিমরা

ছবি:

পিএসএলে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। দুবাইয়ের মাঠে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দিনের প্রথম ম্যাচে লড়বে দুই দল।
বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ম্যাচটি শুরু হবে। নিজেদের প্রথম ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে হেরেছিল ড্যারেন স্যামির দল। এবার দ্বিতীয় ম্যাচে মিসবাহদের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে এবারের পিএসএলের প্রথম ম্যাচ খেলতে নামছে ইসলামাবাদ। আন্দ্রে রাসেল, অ্যালেক্স হেলস, স্যামুয়েল বদ্রির মত তারকারা খেলবে। প্রথম ম্যাচে জয় নিয়ে পিএসএল শুরু করতে চাইবে ইসলামাবাদ।

ইতিমধ্যে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।
পেশোয়ার জালমিঃ
তামিম ইকবাল, কামরান আকমল, ডোয়াইন স্মিথ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল, ড্যারেন সামি, হাম্মাদ আজম, ক্রিস জর্ডান, ওয়াহাব রিয়াজ, ইবতিসিয়াম শেখ, মোহাম্মদ আসগর, হাসান আলী, লিয়াম ডসন , সাব্বির রহমান, সাদ নাসিম, রিকি ওয়েসেলস, উম্মেদ আসিফ, সামেন গুল, খুশদিল শাহ, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে ফ্লেচার।
ইসলামাবাদ ইউনাইটেডঃ
অ্যালেক্স হেলস, লুক রঞ্চি, স্যাম বিলিংস, মিসবাহ-উল-হক, শাদাব খান, আমাদ বাট, আন্দ্রে রাসেল, রুমমান রায়স, স্টিভেন ফিন, মোহাম্মদ সামি, মোহাম্মদ হাসান, জাফর গহর , রোহালী নাজির, ফাহিম আশরাফ, স্যামুয়েল বদ্রি, চ্যাডউইক ওয়ালটন, সামিত প্যাটেল, হুসাইন তালাত।