ডিপিএল খেলতে এত তাড়াহুড়া কিসের?

ছবি:

সিলেটের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ শেষ হতে না হতেই জাতীয় দলের ক্রি???েটাররা এক রাতের ব্যবধানে ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) তাদের নিজ নিজ ক্লাবে যোগ দেয়।
একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বিরতি তো দূরের কথা, উল্টো সিলেট থেকে ঢাকা সফর করে সকাল থেকে ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে পড়েন অনেকেই!
এদের মধ্যে আছেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের সৌম্য সরকার, প্রাইম ব্যাংকের আরিফুল হক ও জাকির হাসান, শেখ জামাল ক্রীড়া চক্রের আবু জায়েদ রাহি। দুই তরুন সাইফুদ্দিন ও আফিফ হোসাইন খেলছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে।

এদের মধ্যে সৌম্য, আরিফুল, রাহি গতকাল রাতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজে দেশের হয়ে খেলেছেন। ম্যাচের মাঝে সফর করে আবার ম্যাচ খেলতে নামায় ইনজুরির শঙ্কাও কি মাথায় রাখে নি ক্রিকেটাররা?
এই ইস্যুতে বিসিবি ডিসিপ্লিনারি কমিটি কর্তা শেখ সোহেল বিবিসি বাংলাকে বলেন অদ্ভুত জবাব দেন। এই বিসিবি কর্তার ভাষ্য মতে, 'এটা সম্পূর্ণ পেশাদারি ব্যাপার।
আজ যদি কোন চাকরি করার জন্য কাউকে বলা হয় যে চট্টগ্রাম যেতে তবে এখনই যেতে হবে। আজ যদি আপনার শরীর খারাপ করে তবুও কিন্তু আপনাকে অফিস করতেই হবে।'
বিষয়টি শৃঙ্খলা পরিপন্থী কাজ বলতে রাজি নন শেখ সোহেল। বেতন ভুক্ত ক্রিকেটার হিসেবে ক্রিকেট খেলে যাওয়াই ক্রিকেটারদের কাজ।