ওভারে সাত ছক্কার বিশ্বরেকর্ড!

দেশ · শ্রীলঙ্কা
ওভারে সাত ছক্কার বিশ্বরেকর্ড!
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছিলেন প্রোটিয়া ক্রিকেটার হার্শেল গিভস। এরপরের বছরে টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং।

এক ওভারে ছয় ছক্কার নজির কম নয়। ক্রিকেট ইতিহাসে মোট পাঁচবার হয়েছে এমন ঘটনা। তবে এবার ঘটলো ভিন্ন রকমের কিছু। এক ওভারে সাত ছক্কার নতুন বিশ্বরেকর্ড দেখলো ক্রিকেটবিশ্ব। 

আর এই কীর্তি গড়লেন শ্রীলঙ্কান তরুণ ব্যাটসম্যান নভিন্দু পাহসারা। ‘মুরালি গডনেস কাপে’ নামে একটি আসরে এমন রেকর্ড গড়েছেন শ্রীলংকা অনূর্ধ্ব-১৫ দলের এই ক্রিকেটার। আর রেকর্ড গড়ার জন্য ফাইনাল ম্যাচটিকেই বেঁছে নিয়েছেন তিনি। 


৩৬ ওভারের এই ম্যাচে ৮৯ বলে ১০৯ রান করেছেন তিনি। যে ওভারে সাতটি ছক্কা হাঁকিয়েছেন সেই ওভারে একটি নো-বল ছিল। আর তাতেই এমন কীর্তি গড়েছেন তরুণ লঙ্কান ক্রিকেটার।

এদিকে পাহসারার এমন কীর্তির দিনে তার দল সাত উইকেটে ২৮৩ রান করে। ম্যাচটি জিতে চ্যাম্পিয়নও হয়েছে তারা। ম্যাচ সেরা পাহসারার হাতে পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। 

আরো পড়ুন: this topic