ঈদের ছুটি বিসর্জনের পর আফগানিস্তানের ঈদের আনন্দ

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

২১ ঘন্টা আগে
পিসিবি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ঈদুল আযহার ছুটিতে যাননি আফগানিস্তানের ক্রিকেটাররা। এই সময়টায় তারা সংযুক্ত আরব আমিরাতে অনুশীলনে ব্যস্ত ছিলেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় তাদের সেই ত্যাগকে এবার পূর্ণতা দিয়েছে। এই সিরিজ জয় যেন আফগানিস্তানের কাছে ঈদের আনন্দের মতোই।


বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ৫৪৬ রানে হেরে সংযুক্ত আরব আমিরাতে ফিরে গিয়েছিল আফগানিস্তান দল। সেখান থেকে ফিরে টানা দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে তারা। দলের পারফরম্যান্সে এবার দারুণ খুশি অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি। 


promotional_ad

তিনি নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, 'খুবই খুশি, আলহামদুলিল্লাহ যে আমরা সিরিজটি জিততে পেরেছি। দুর্দান্ত পারফর্ম করেছে গোটা দল।'


আরো পড়ুন

আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

৮ জুলাই ২৫
বিসমিল্লাহ জান শিনওয়ারি, ফাইল ফটো

এবারের সফরের আগে আরও দুইবার বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেছে আফগানিস্তান। দুইবারই ২-১ ব্যবধানের হার নিয়ে দেশে ফিরতে হয়েছিল তাদের। তৃতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে এসে সেই হারের যেন বদলা নিল আফগানরা।


দলের বোলারদের কৃতিত্ব দিয়ে শহীদি বলেন, 'আমাদের বোলাররা সবশেষ সিরিজে খুব ভালো করতে পারেনি। সঠিক জায়গায় বল রাখতে পারেনি। তবে এই সিরিজের জন্য গোটা দল আমরা ঈদকে বিসর্জন দিয়েছি এবার। আবু ধাবিতে ছিলাম আমরা, ১৪ দিন কঠোর পরিশ্রম করেছি। গত সিরিজে যে জিনিসগুলি ভালো করতে পারিনি, সেসব নিয়ে কাজ করেছি আমরা। সেটির ফল পেয়েছি।'


সামনেই এশিয়া কাপ। এরপর রয়েছে বিশ্বকাপের মতো বৈশ্বিক আসর। দুটো টুর্নামেন্টকে নিয়েই আশায় বুক বাঁধছে আফগানরা। তারা সরাসরি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করেছে। শহীদি মনে করেন প্রতিটি সিরিজেই তার দল উন্নতি করছে। তাই এশিয়া কাপ ও বিশ্বকাপেও ফলাফল ভালো হবে বলে আশাবাদী তিনি।


শহীদি বলেন, 'গত দুই বছর ধরে এই দলটাকে গড়ে তুলছি আমরা। কাজ করে চলেছি। প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি। ফল পেতে শুরু করেছি। ইনশাল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলে ওপর আমার বিশ্বাস আছে অনেক। আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball