শেষ ওয়ানডের আগে ইনজুরিতে বুমরাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিতের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে যেতে চায় ভারত
১৭ ঘন্টা আগে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না জসপ্রিত বুমরাহর। সিরিজ নির্ধারণী এই ম্যাচের আগে পিঠের চোটে পড়েছেন ভারতের এই পেসার।
বুমরাহর চো???ের বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শেষ ওয়ানডেতে বুমরাহর বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতের সেরা বোলার বুমরাহ। দুই ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। প্রথম ওয়ানডেতে মাত্র ১৯ রান খরচায় ৬ উইকেট নিয়েছিলেন বুমরাহ।
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
৬ ঘন্টা আগে
সেই ম্যাচে ভারত জয় পেয়েছিল ১০ উইকেটের বড় ব্যবধানে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বেশ খরুচে ছিলেন বুমরাহ। ৪৯ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
এই ম্যাচে ইংল্যান্ড জয় পায় ১০০ রানের ব্যবধানে। ভারত নিশ্চিতভাবেই সিরিজ নির্ধারণী ম্যাচে বুমরাহকে মিস করবে। এর আগে ইংলিশদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
১০ রানে নিয়েছিলেন ২ উইকেট। আর সিরিজের শেষ টেস্টে দুই ইনিংসে বুমরাহর ঝুলিতে গিয়েছিল ৫ উইকেট। এই ম্যাচে ভারতকে নেতৃত্বও দিয়েছিলেন ভারতীয় এই পেসার।