"হাথুরুসিংহেকে ভয় পাওয়ার কিছুই নেই"

বাংলাদেশ
"হাথুরুসিংহেকে ভয় পাওয়ার কিছুই নেই"
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

হাথুরুসিংহে যতই ঘরের খবর জানুক, বাংলাদেশের চিন্তা করার বা ভয় পাওয়ার কিছুই নেই, জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স ইউনিটের ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।

সম্প্রতি চ্যানেল-২৪ কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, "হাথুরুসিংহে শ্রীলঙ্কা দল নিয়ে আসবে, এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমার মনে হয়, আমরা সবসময় যেমন খেলি অমন ক্রিকেট খেললেই হবে। প্রতিদিনই আমাদের নিজের সেরাটা দিতে হবে।"

একইদিনে দক্ষিণ আফ্রিকা সিরিজের ভয়াবহ পারফর্মেন্সের কথা উল্লেখ করে প্রবীণ এই কোচ মনে করিয়ে দিয়েছেন ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ নেওয়ার কথাটা। তার ভাষায়,

"যেখানে সৌম্য আছে, লিটন আছে এবং ইমরুল কায়েস আছে, সাথে আরও প্রতিষ্ঠিত কয়েকজন ক্রিকেটার আছেন, সেখানে তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। কাজেই এই সিরিজে তাদের চ্যালেঞ্জের মুখে পরতে হবে।"

সবশেষে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন টাইগারদের পেস বোলিং আক্রমণ নিয়ে। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের পারফর্মেন্স আশাহত করছে তাকে। তবে মুস্তাফিজকে ঘুরে দাঁড়ানোর উপায় বলে দিলেন তিনি।

"মুস্তাফিজ খুবই প্রতিভাবান একজন বোলার। কিন্তু তাকে নিজেকে সময় দিতে হবে। নিজের সাথে কিছুটা যুদ্ধ করতে হবে তাকে। পেস বোলিংয়ে আমরা কিছুটা পিছিয়ে গিয়েছি, সন্দেহ নেই। এটা নিয়ে আমাদের চিন্তা ভাবনার অবকাশ আছে।"

আরো পড়ুন: this topic