আগামী মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। আর এই সিরিজ দিয়ে নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছেন সদ্য বিদায়ী টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার কোচ হিসেবে হাথুরুর নাম ঘোষণা করে দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের ২০ তারিখ থেকেই শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে নতুন মিশন শুরু করবেন তিনি। সুতরাং বলা যায় বাংলাদেশকে দিয়েই প্রথম অ্যাসাইনমেন্টে মাঠে নামবেন হাথুরু।
বাংলাদেশ দলের সাথে হাথুরুসিংহের চুক্তির মেয়াদ মূলত ছিলো ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু গত দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন সময়েই জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদত্যাগ পত্র পেশ করেছেন তিনি। ঠিক কি কারণে হুট করে এমন সিদ্ধান্ত তা অবশ্য এখনও পরিষ্কার নয়।
তবে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেও এখনও আনুষ্ঠানিভাবে বাংলাদেশের সাথে চুক্তি বাতিল করেননি হাথুরু। গত কয়েকদিন থেকে শোনা যাচ্ছিলো শিঘ্রই আসবেন তিনি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার বাংলাদেশে পা রেখেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আনুষ্ঠানিকভাবে সব কিছু মিটিয়ে ফেলতেই মূলত আগমন হলো তাঁর। এদিকে হাথুরুসিংহেকে কোচ হিসেবে নিয়োগ দেয়ায় মোটা অঙ্কের অর্থই গুণতে হচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ডকে।
বাংলাদেশের দায়িত্বে থাকাকালীন বছরে ৩ লাখ ৪০ হাজার ডলার পেতেন হাথুরু। জানা গেছে তিন বছরের চুক্তিতে এসএলসিও তাঁকে প্রায় সমপরিমাণ অর্থই প্রদান করবে।
সূত্র : এএফপি, ক্রিকইনফো