promotional_ad

লিটনকে দ্রুত আউট করতে চায় পাকিস্তান, বাবর-শাহীনদের মিস করবেন না সালমান

পাকিস্তান অধিনায়ক আঘা সালমান
চোটের কারণে বাংলাদেশ দলে নেই তাসকিন আহমেদ। ইনজুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজুর রহমানও। এরপর বাংলাদেশের এই বোলিং আক্রমণকে সমীহ করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। তিনি মনে করেন যারা আছেন তারাও খুবই ভালো বোলার।

promotional_ad

তাসকিন-মুস্তাফিজদের ছাড়া বোলিং আক্রমণ নিয়ে সংযুক্ত আরব আমরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে বাংলাদেশকে। তার পরও বাংলাদেশের পুরো বোলিং আক্রমণের বিপক্ষে সতর্কতার সঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক।


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২১ মে ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

সিরিজ শুরুর আগে সালমান বলেছেন, 'বাংলাদেশের একজন ব্যাটসম্যান বা বোলারের নাম বলা কঠিন। বাংলাদেশ দলে তিন চারজন বোলার আছে। তারা খুবই ভালো বোলার। আমরা নির্দিষ্ট করে একজন বোলারকে টার্গেট করছি না। সবার বিপক্ষেই আমাদের খেলতে হবে।'


promotional_ad

বাংলাদেশের ব্যাটাররাও খুব একটা ছন্দে নেই। সংযুক্ত আরব আমরাতের বিপক্ষে পারভেজ হোসেন ইমন একটি সেঞ্চুরি হাঁকালেও বাকিদের কেউই বলার মতো কিছু করতে পারেননি। তবে লিটন দাসকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়ে মাঠে নামবে পাকিস্তান। সালমান মনে করেন অধিনায়ককে অল্প রানে ফেরাতে পারলে বড় ধাক্কা খাবে বাংলাদেশ।


আরো পড়ুন

বিশ্বাস আছে আমরা বিশ্বের যেকোন দলকে হারাতে পারি: লিটন

৩ ঘন্টা আগে
পিসিবি

সেই পরিকল্পনার কথা খোলাসা করে পাকিস্তান অধিনায়ক বলেন, 'ব্যাটসম্যানদের মধ্যে লিটন দাস খুবই ভালো ব্যাটার। সে এমন একজন ব্যাটার যাকে আমরা দ্রুত আউট করতে চাই। অধিনায়ক যদি রান না করে তাহলে দল কিছুটা পিছিয়ে পড়বে।'


পাকিস্তান দলও বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সুযোগ হয়নি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ উইকেট শিকার শাহীন শাহ আফ্রিদির। সেই সঙ্গে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে বাইরে রেখে স্কোয়াড সাজিয়েছে পাকিস্তান।


এই সিরিজে তাদেরকে মিস করবেন না বলে জানিয়ে সালমান বলেন, 'তাদের না থাকা এটা কোনো চাপের কিছু না। পাকিস্তানে এমন প্রতিভা আছে যে কেউ যে কাউকে রিপ্লেস করতে পারে। বাবর-শাহীন গত ৪-৫ বছর পাকিস্তানের হয়ে পারফর্ম করেছে। সামনের সিরিজগুলোতে হয়তো তাদের সুযোগ থাকবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball