promotional_ad

মুস্তাফিজকে মিস করবেন সিমন্স

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে  খেলেছেন মুস্তাফিজুর রহমান
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। স্কোয়াডে থাকায় দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা শেষেই পাকিস্তানে যাওয়ার কথা ছিল বাঁহাতি পেসারের। তবে আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন মুস্তাফিজ। পুরো সিরিজে তারকা পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন ফিল সিমন্স।

promotional_ad

টি-টোয়েন্টি সিরিজে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার আগেই মুস্তাফিজকে দলে নেয় দিল্লি। আইপিএলে দল পাওয়ার পরও বাংলাদেশ দলের সঙ্গে শারজাহতে যান বাঁহাতি এই পেসার। সিরিজ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে নিশ্চিত করা হয় প্রথম ম্যাচ খেলেই আইপিএলে যাবেন মুস্তাফিজ। প্রথম টি-টোয়েন্টি খেলেই তাই দিল্লির স্কোয়াডে যোগ দেন বাংলাদেশের এই তারকা পেসার।


আরো পড়ুন

আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সিরিজ শেষ মুস্তাফিজের

২৫ মে ২৫
দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান

গুজরাট টাইটান্সের বিপক্ষে উইকেটশূন্য থাকলেও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে রোহিত শর্মাকে আউট করেছিলেন মুস্তাফিজ। বাঁহাতি পেসার চলতি আইপিএলে নিজের সেরা ম্যাচটা খেলেছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে। ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে দিল্লির সেরা বোলার ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের দিনই অবশ্য ফিরতি ক্যাচ নিতে গিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন মুস্তাফিজ। ফলে আগামী দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।


promotional_ad

আইপিএলে পাওয়া চোটে তাই পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মুস্তাফিজের। স্বাভাবিকভাবেই তারকা পেসারকে মিস করবেন বলে জানিয়েছেন সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘হ্যাঁ, মুস্তাফিজ এখন সিনিয়র। আপনি তো আপনার সিনিয়র পেসারকে মিস করবেনই। আমরা দেখেছি সে কিভাবে আইপিএলে বোলিং করেছে। আমরা তাকে মিস করবো। কিন্তু এটা অন্য একজনের জন্য সুযোগ তিন ম্যাচে পারফর্ম করে জায়গা করে নেয়া।’


আরো পড়ুন

বড় জয় দিয়ে আইপিএল শেষ করল মুস্তাফিজের দিল্লি

২৫ মে ২৫
উইকেট নেয়ার পর মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজের পাশাপাশি তাসকিন আহমেদকেও পাওয়া যাচ্ছে না পাকিস্তান সফরে। লম্বা সময় ধরেই চোট নিয়ে খেলতে থাকা ডানহাতি পেসারের গোঁড়ালি ফুলে যাওয়ায় আপাতত মাঠের বাইরে রয়েছেন। ইংল্যান্ডে চিকিৎসকের পরামর্শ নিয়ে বর্তমানে মাঠে ফেরার অপেক্ষা করছেন তাসকিন। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কা সফর দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তিনি। সবশেষ ম্যাচ খেলেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)।


সবশেষ কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গায় হয়ে উঠেছে পেস বোলিং। অথচ পাকিস্তান সফরে পাওয়া যাচ্ছে না দলের সেরা অন্যতম সেরা দুই পেসার তাসকিন ও মুস্তাফিজ। বাংলাদেশের প্রধান কোচের কাছে তাই বোলিংয়েল পুরো ব্যালেন্স নেই। সিমন্স বলেন, ‘আমার মনে হয় এই ফরম্যাটে বোলিংটাই আমাদের জন্য শক্তির জায়গা। তাসকিন ও মুস্তাফিজের মতো দুইজন সিনিয়র বোলার না থাকায় হয়ত পুরোপুরি ব্যালেন্সটা নেই।’


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে চিটাগং কিংসের হয়ে বল হাতে আলো ছড়িয়েছিলেন খালেদ আহমেদ। এ ছাড়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ও ডিপিএলের মতো ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিতই পারফর্ম করেছেন ডানহাতি এই পেসার। মুস্তাফিজের বদলি হিসেবে তাই খালেদের উপর ভরসা করেছে বিসিবি। আজ রাতেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সিমন্স বলেন, ‘আমি যতটুকু জানি খালেদ আজ রাতেই চলে আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball