promotional_ad

বিসিবির নজরদারিতে পাকিস্তানে থাকা রিশাদ-নাহিদ

রিশাদ হোসেন (বামে) ও নাহিদ রানা (ডানে), ফাইল ফটো
পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলা দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২৪ ঘণ্টায় নিরাপত্তা পরিস্থিতির অগ্রগতির দিকে কড়া নজর রেখেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

promotional_ad

রিশাদ ও নাহিদের সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রাখছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ নিজেও বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি রিশাদ এবং পিএসএলের সিইও সালমান নাসিরের সঙ্গে সরাসরি কথা বলেছেন।


আরো পড়ুন

রিশাদের দারুণ বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর

৫ মে ২৫
লাহোর কালান্দার্সের ক্রিকেটাররা, পিএসএল

বিসিবি প্রকাশিত বিবৃতিতে ফারুক আহমেদ বলেন, 'খেলোয়াড়দের নিরাপত্তা ও মানসিক প্রশান্তির ব্যাপারে আমরা কোনো আপস করছি না। পিসিবি এবং পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ নিয়মিত। প্রয়োজন হলে আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে প্রস্তুত।'


বিবৃতিতে বিসিবি আরো জানিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে বিসিবি। যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।


promotional_ad



আরো পড়ুন

পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা

৪ মে ২৫
রিশাদ হোসেন (বামে) ও সিকান্দার রাজা (ডানে), ফাইল ফটো

বিসিবি কৃতজ্ঞতা জানিয়েছে পিসিবি এবং হাইকমিশনের আন্তরিক সহযোগিতার জন্য। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবে বোর্ড এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


পিএসএলের এই আসরে তরুণ রিশাদের পারফরম্যান্স যেমন নজর কেড়েছে, তেমনি নাহিদসহ তার নিরাপত্তা নিশ্চিত করাও এখন প্রধান চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বিসিবি জানিয়েছে, দেশের বাইরে থাকা প্রতিটি ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।


গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের ৬টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় পাকিস্তানের ২৬ বেসামরিক নাগরিক নিহত ও ৪৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে পাকিস্তান। ভারতের এই হামলার পর বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে পিএসএল খেলতে যাওয়া দুই ক্রিকেটার রিশাদ ও নাহিদকে নিয়ে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball