‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ

ছবি: জসপ্রিত বুমরাহ (বামে) ও মেহেদী হাসান মিরাজ (ডানে), ফাইল ফটো

সেখানে বুমরাহকে নিয়ে প্রশংসার স্তুতি দেখা যায় মিরাজের কণ্ঠে। একইসঙ্গে বুমরাহর মুখোমুখি না হতে পারার স্বস্তিও দেখা যায় তার চোখেমুখে। বুমরাহর স্ত্রীর কাছে তার সম্পর্কে খোঁজ-খবরও নেন মিরাজ।
বুমরাহর তাণ্ডবে লক্ষ্ণৌকে উড়িয়ে দিয়ে প্লে অফের দৌড়ে মুম্বাই
২৭ এপ্রিল ২৫
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোটো একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। সেখানে দেখা যায় ক্রীড়া সঞ্চালক সঞ্জনাকে মিরাজ বলেন, 'সে খুবই ভিন্ন রকমের একজন বোলার, খুবই ভিন্ন রকমের। আর ভীষণ বিপজ্জনক।'
সঞ্জনা সাথে সাথে মনে করিয়ে দেন, 'সে কিন্তু এখানে (চ্যাম্পিয়ন্স ট্রফিতে) খেলছে না।' তার কথা শেষ না হতেই মিরাজ বলেন, 'আমি জানি। আমরা সে কারণে খুবই খুশি, খুবই (হাসি)। সে ভীষণ বিপজ্জনক।'

তারপর মিরাজ বুমরাহর শারীরিক অবস্থার জানতে চেয়ে বলেন, 'সে এখন কেমন আছে? সে কি সুস্থ হয়েছে?' সঞ্জনার উত্তর দেন, 'হ্যাঁ, সে সুস্থ আছে। সে এখন (ভারতের) জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলন করছে।'
অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ জিতিয়ে ৬ জনকে ধন্যবাদ মিরাজের
৩০ এপ্রিল ২৫
বুমরাহর প্রতি শ্রদ্ধার স্বরে মিরাজ তারপর বলেন, 'সবাই তাকে সমীহ করে, প্রত্যেক ব্যাটার। (গত সেপ্টেম্বর-অক্টোবরে) কানপুর টেস্টে আমি দুবার তার বিপরীতে আউট হয়েছি। সে অনেক উন্নতি করেছে। সে দুই দিকেই সুইং করাতে পারে।'
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ভারত। অবধারিতভাবেই বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতকে। এ নিয়ে স্বস্তিতে আছে বাংলাদেশ শিবির।