হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ
হাসানের পাশাপাশি খালেদকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হলেই দেশে ফিরবেন খালেদ আহমেদ ও হাসান মাহমুদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ১২ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে লিটন দাস ও শরিফুল ইসলামের বাদ পড়া বড় চমক ছিল বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। এরপর জানা যায় পেসার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ। এবার জানা গেল, হাসানের মতো খালেদ আহমেদকেও দলের সঙ্গে নেয়া হচ্ছে।

যদিও টুর্নামেন্ট শুরু হলেই এই দুজনকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে। ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে আছেন চার পেসার। তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

এই দলে পরিবর্তন আনার কোনও সুযোগ নেই। হাসান ও খালেদ সর্বশেষ বিপিএলে অসাধারণ বোলিং করেছেন। সেই পারফরম্যান্স বিবেচনাতেই দলের সঙ্গে যাচ্ছেন দুজন। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪টি উইকেট নিয়েছেন হাসান। প্রতি ম্যাচে ডেথ ওভারে বোলিং করেও গড়ে ওভারপ্রতি সাড়ে ৭ রান খরচ তার।

আর ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী চিটাগং কিংসের খালেদ। দলকে ফাইনাল খেলাতে দারুণ ভূমিকা পালন করেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল।

চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু হবে ২০ ফেব্রুয়ারি। সেই ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইতে। ফাইনাল ম্যাচের জন্য পাকিস্তানকেই ভেন্যু রাখা হয়েছে। তবে ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে দুবাইতেই।

আরো পড়ুন: খালেদ আহমেদ