
৫-৬ দল নিয়ে অক্টোবর-নভেম্বরে বিপিএল চান তামিম
দেশের বিভিন্ন রাজ্যের নাম দিয়ে আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে গেছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটি। ৮ দল থেকে সেটা এখন তাই দশে পৌঁছে গেছে। পাঁচ দল নিয়ে শুরু হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান দলের সংখ্যা ছয়। চাহিদার কথা মাথায় নিয়ে পরের মৌসুম থেকে আরও দুটি দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।