
ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে কারান, বিশ্রামে ডাকেট
দ্য হান্ড্রেডের পর সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজেও হাসেনি বেন ডাকেটের ব্যাট। টানা বাজে পারফরম্যান্সের পর সাউথ আফ্রিকার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। বাঁহাতি ওপেনারের জায়গায় সাউথ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন স্যাম কারান। যার ফলে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার হাতছানি দিচ্ছে ইংলিশ এই অলরাউন্ডার।