
সাউথ আফ্রিকার কাছে বাংলাদেশের মেয়েদের হার
ইশমা তানজিম ও শারমিন সুলতানা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি কেউই। চারে নেমে বাংলাদেশ ইমার্জিং দলকে টেনেছেন হাফ সেঞ্চুরিয়ান সুমাইয়া আক্তার। তবে শেষের দিকের ব্যাটারদের ব্যর্থতায় স্বাগতিকদের থামতে হয়েছে ১৭৯ রানে। ব্যাটিংয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা বাংলাদেশ বোলিংয়ের শুরুটা করেছিলেন দারুণভাবে। সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে রীতিমতো চেপেও ধরেছিলেন। তবে সব চাপ সামলে সফরকারীদের ৫ উইকেটের জয় এনে দিয়েছেন ফে টানিক্লিফ ও এলিজ-মারি ম্যাক্স।