
চোট নিয়ে বল করে টুর্নামেন্টই শেষ সন্দীপের
আইপিএলের শেষ দিকের উত্তেজনা যতই বাড়ছে, রাজস্থান রয়্যালসের সামনে ততই ঘনিয়ে আসছে সংকটের মেঘ। অধিনায়ক সাঞ্জু স্যামসনের চোটের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার দল হারালো পেসার সন্দীপ শর্মাকে। আঙুলে চিড় ধরায় চলতি আসরের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামতে পারবেন না এই অভিজ্ঞ ডানহাতি পেসার।