
লারাদের হারিয়ে ইন্টারন্যাশনাল মাস্টার্স জিতল শচিনের ভারত
সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সে শিরোপা জিতল ভারত। রায়পুরের ফাইনালে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচিন টেন্ডুলকারের ভারত মাস্টার্স দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটি শিরোপার সাক্ষাৎ পেল ভারত।