
উডের কারণে নাহিদ পিএসএলে খেলতে পারছেন না: মুশতাক
নাহিদ রানা পিএসএল খেলতে গেছেন গত ২৭ এপ্রিল। এরপর তার দল পেশাওয়ার জালমি ম্যাচ খেলেছে তিনটি। তবে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি বাংলাদেশের এই ফাস্ট বোলার। মূলত লুক উডের কারণে সুযোগ পাচ্ছেন না নাহিদ, এমনটা মনে করেন পেশাওয়ার জালমির স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।