
তামিমের সুস্থতা কামনা করে তিওয়ারি-যুবরাজদের বার্তা, 'জিততেই হবে বন্ধু'
হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।