
র্যাঙ্কিংয়ে পেছালেন জ্যোতি-সুপ্তা, এগোলেন রাবেয়া
বাছাইপর্ব খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এরপর থেকেই বিরতিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। ২ ধাপ পিছিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৬৪ রেটিং পয়েন্ট নিয়ে ২১ নম্বরে নেমে গেছেন তিনি।