
রবিনের ক্যামিওতে রাজশাহীকে ঘরের মাঠে হারাল ঢাকা মেট্রো
সকাল থেকেই ঝিরি ঝিরি বৃষ্টি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী ম্যাচ মাঠে গড়ায়নি। এক পর্যায়ে মনে হচ্ছিল ম্যাচ মাঠেই গড়াবে না। তবে বেলা ১২টায় সব শঙ্কা উড়িয়ে আকাশ পরিষ্কার হতে শুরু করে। আর ঠিক দুপুর একটা নাগাদ শুরু হয় জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ।