
আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে বাধা নেই কুনেমানের
শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান ছিল ম্যাথু কুনেমানের। তবে সিরিজ শেষেই বড় দুঃসংবাদ পায় অস্ট্রেলিয়া দল। এই স্পিনারের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। বর্তমানে ইনজুরিতে সময় পার করলেও ব্রিসবেনে বোলিং পরীক্ষা দিয়েছেন এই স্পিনার। জানা গেছে বোলিং অ্যাকশনের পরীক্ষায় উতরে গেছেন কুনেমান। আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি স্পিনারের বোলিংয়ে বাধা নেই।