
মিসবাহ-মালিকের কাঠগড়ায় জাকের
বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে আট রানের জয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে টাইগারদের এখন তাকিয়ে থাকতে হবে লঙ্কান-আফগানদের ম্যাচের দিকে। ইতোমধ্যেই ভক্ত সমর্থক কিংবা বিশ্লেষকরা নেমে পরেছেন সুপার ফোরে যেতে টাইগারদের সমীকরণ কি হবে তা নিয়ে।