
মিরপুরের বাইরে টি-টোয়েন্টি চান মিরাজ
মিরপুরের উইকেটকে বলা হয়ে থাকে ব্যাটারদের জন্য মৃত্যুফাঁদ। যেখানে স্পিনাররা একের পর এক উইকেট নিয়ে উল্লাস করেন আর বিপরীতে ব্যাটাররা হাঁসফাঁস করেন। টেস্টের মতো ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতেও মিরপুরে দেখা মেলে একই চিত্র। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করতে তাই মিরপুরের বাইরে সিলেট কিংবা চট্টগ্রামে খেলা দেয়ার আহ্বান জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তারকা অলরাউন্ডার মনে করেন, ভালো উইকেটে খেলা হলে বোলাররা যেমন শিখবেন তেমনি ব্যাটাররাও আরও বেশি শটস খেলতে পারবেন।