
ইফতেখারের সেঞ্চুরি, মইনের ৯ রানের আক্ষেপ
আন্দিলে মোগাকানের সঙ্গে হ্যান্ডসাম মোকোয়েনার বোলিং তোপে পঞ্চাশের আগেই চার উইকেট হারায় বাংলাদেশ ইমার্জিং দল। ৫৮ রানের সময় প্রীতম কুমার ফিরলে আরও বিপদে পড়ে স্বাগতিকরা। ৫৮ রানে ৫ উইকেট হারানোর বিপর্যয় সামলে ইফতেখার হোসেন ইফতি ও মইন খান মিলে বাংলাদেশকে পথ দেখান। ইফতেখার সেঞ্চুরি পেলেও ৯ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে মইনকে। তাদের দুজনের ১৭৯ রানের জুটিতে প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৪২ রান তুলেছে বাংলাদেশ।