চোটে ছিটকে গেলেন পুথুর, বদলি রঘু আইপিএলের অভিষেক মৌসুমে নজর কাড়া পারফরম্যান্স করেছিলেন ভিগনেশ পুথুর। কিন্তু মাঝপথেই সেই ছন্দে বিপত্তি ঘটল। চোটের কারণে এবারের আসর থেকে ছিটকে গেলেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।