
ব্রিসবেনে বৃষ্টির জয়, অস্ট্রেলিয়া-ভারতের পয়েন্ট ভাগাভাগি
চতুর্থ দিনের শেষ বিকেলে প্যাট কামিন্সের অফ স্টাম্পের বাইরের বলে আকাশ দীপ যখন গালি দিয়ে চার মারলেন তখন ড্রেসিংরুমে উৎসবে মেতে উঠেছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। ব্রিসবেন ভারত যে হারছে না আকাশের সেই চারেই অনেকটা নিশ্চিত হয়েছিল। পুরো ম্যাচে দাপট দেখানো অস্ট্রেলিয়া অবশ্য জয়ের খোঁজেই ছিল। শেষ দিনে এসে ৭ উইকেটে ৮৯ রান তুলেই তাই ইনিংস ঘোষণা দিলেন কামিন্স। ভারতের হয়ে যশস্বী জয়সাওয়াল ও লোকেশ রাহুল ব্যাটিংয়ে নামলেও ১৩ বলের বেশি খেলার সুযোগ পেলেন না।