
অবসর ভেঙে ফিরছেন টেইলর, খেলবেন মায়ের দেশের হয়ে
নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। অনেকেই হয়তো ধরেছিলেন অবসরের পর ধারাভাষ্যকার অথবা কোচ হিসেবে তাকে মাঠে দেখা যাবে। তবে তেমনটা হয়নি। এবার হুট করেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। তবে নিউজিল্যান্ড নয় খেলবেন মায়ের দল সামোয়ার হয়ে।