
এইচপির কাছে হারলেন নাইম-আফিফরা
বাংলাদেশ হাই পারফরম্যান্সকে পেস আগুনে পুড়িয়ে ১৩১ রানে আটকে দিয়েছিলেন মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরিরা। অথচ নাইম শেখ, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ব্যাটার নিয়েও সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ টাইগার। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টিতে এইচপির কাছে ২২ রানে হেরেছেন আকবর আলীরা।