
কোচদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন অ্যাশলে রস
অস্ট্রেলিয়ার ক্রীড়া অঙ্গনে কোচিং উন্নয়নের এক পরিচিত নাম অ্যাশলে রস। দীর্ঘদিন ধরে তিনি খেলোয়াড় তৈরির পাশাপাশি কোচদের মানোন্নয়নেও কাজ করে যাচ্ছেন। এবার বাংলাদেশের স্থানীয় কোচদের উন্নয়নে রসকে বাংলাদেশে নিয়ে আসছে বিসিবি।