
৭ উইকেট নিয়ে প্রোটিয়াদের একাই ধসিয়ে দিলেন রাকিবুল, বিপর্যয়ে বাংলাদেশও
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়ে ৩০৮ রান তুলে নিয়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। জবাবে দারুণ ব্যাট করছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দলও। তবে দারুণ শুরুর পরও তাদের একাই ধসিয়ে দিয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।