
ফিক্সিংয়ের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন বলল রাজস্থান
এবারের আইপিএলে শুরু থেকেই ধুঁকছে রাজস্থান রয়্যালস। এর মধ্যে যোগ হয়েছে অধিনায়ক সাঞ্জু স্যামসনের চোট। সব মিলিয়ে মাঠে ও মাঠের বাইরে চাপে রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার তাদের বিরুদ্ধেই উঠেছে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ। যদিও ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে ফিক্সিংয়ের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়া হয়েছে।