
তোমরা বিশ্বকাপে উঠে গেছো, জ্যোতিকে ফোন করে বলেছিলেন পাকিস্তানের ফাতিমা
নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় উৎকণ্ঠা বিরাজ করছিল বাংলাদেশ নারী দলের মাঝে। সমীকরণ মিলিয়ে থাইল্যান্ডকে হারাতে পারলেই দুইয়ে থাকা বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ওঠে যেতো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলেও সমীকরণ মেলাতে পারেননি হেইলি ম্যাথিউসরা। ক্যারিবীয়রা ছিটকে যাওয়ার পর নিগার সুলতানা জ্যোতিকে ফোন করে বিশ্বকাপে জায়গায় করে নেয়ার খবর দেন ফাতিমা সানা।