
৫ বছর নিষিদ্ধ নাসিম-মিসবাহদের এজেন্ট
একের পর এক নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হচ্ছে পাকিস্তান। এবার দেশটির এক ক্রিকেট এজেন্টকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার নাম মোঘিস আহমেদ। এই ক্রিকেট এজেন্ট কাজ করেছেন নাসিম শাহ, মিসবাহ উল হক ও সাঈদ আজমলের মতো ক্রিকেটারের সঙ্গে।