
জিতেও ওয়েস্ট ইন্ডিজের বিদায়, বিশ্বকাপে বাংলাদেশ
ফানিতা মায়ার গুড লেংথ ডেলিভারিতে লং অনের উপর দিয়ে ছক্কা মারলেন স্টেফানি টেলর। থাইল্যান্ডের পেসার মায়াকে ছক্কা মেরে ডাগ আউটের দিকে তাকিয়ে রইলেন ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি ব্যাটার। নন স্ট্রাইক প্রান্তে থাকা আলিয়া অ্যালিনেও হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে ডাগ আউটের দিকেই। থাইল্যান্ডকে ৬ উইকেটে হারালেও নারী ওয়ানডে বিশ্বকাপের টিকিট পেয়েছেন কিনা সেটা নিশ্চিত ছিলেন না তাদের দুজনের কেউই।