
দেবব্রত’র পাল্টা অভিযোগ, অডিও রেকর্ড প্রকাশের দাবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারিদের মধ্যে গভীর দ্বন্দ্ব দেখা দিয়েছে। এই ঘটনায় গত কয়েকদিন ধরেই দেশের ক্রিকেটাঙ্গন উত্তপ্ত। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের নেতৃত্বে ৭জন এক পক্ষে। অন্যদিকে একা দেবব্রত পাল। গত ১৯ এপ্রিল ম্যাচ রেফারিদের সমন্বয় সভায় দেবব্রতের বিরুদ্ধে ‘অমার্জিত’ ব্যবহার এবং অসদাচরণের অভিযোগ তুলে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ৭জন ম্যাচ রেফারি।