
ছেলে এশিয়া কাপে, মারা গেলেন ওয়েলালাগের বাবা
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েল্লালাগের বাবা সুরাঙ্গা ওয়েল্লালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিউজওয়্যার নিশ্চিত করেছে। বাবা যেদিন মারা গেছেন ছেলে দুনিথ মেঠে নেমেছিলেন লঙ্কানদের হয়ে এশিয়া কাপের ম্যাচে।