
এখনও প্লে-অফের স্বপ্নে বিভোর ঢাকা
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।
টানটান উত্তেজনার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আসরে নবম ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। তবুও প্লে-অফ খেলার স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক থিসারা পেরেরা।
লিটন দাসের ব্যাটে রান নেই। বিপিএলের চলতি আসরে ৩১, ০ ও ২ রানের ইনিংস খেলেছেন। ফর্মের সঙ্গে তার দল ঢাকা ক্যাপিটালসের দুর্দশা চলছে। চলতি বিপিএলে টানা তিন ম্যাচে হেরেছে তারা। সর্বশেষ ম্যাচে অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি পেলেও টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় ঢাকাকে ম্যাচ হারতে হয়েছে ২০ রানে।
বৃথা গেল থিসারা পেরেরার অপরাজিত সেঞ্চুরি। খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ক্যাপিটালস হারল ২০ রানে। এর ফলে বিপিএলের চলতি আসরে ৩ ম্যাচ খেলে সব কটিতেই হারের মুখ দেখল দলটি। আগে ব্যাট করে আবু হায়দার রনির ক্যামিওতে ভড় করে ৮ উইকেটে ১৭৩ রান করে খুলনা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ কয়েকটি আসরের প্রায় নিয়মিতই খেলেছেন থিসারা পেরেরা। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে অংশ নিয়েই একের পর এক চমক নিয়ে হাজির হয়েছে ঢাকা ক্যাপিটালস। এবার নেতৃত্বেও চমক দেখালো দলটি। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন দলটির শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা।