
তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের আড়ালে চলবে বিসিবির ‘ট্যালেন্ট হান্ট’
প্রায় এক দশক ধরে নিস্তব্ধ হয়ে পড়া তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের ‘নতুন’ শুরুটা হলো আগুন নিয়ে কসরতের বিশেষ প্রদর্শনীতে। পরবর্তীতে অংশ নিতে যাওয়া ৬০ দলের অধিনায়ককে সততার শপথ বাক্য পাঠ করিয়েছেন নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জানালেন, সহজাত প্রতিভা তুলে আনতে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের আড়ালে হবে ‘ট্যালেন্ট হান্ট’।