
তিলক-হার্দিকের ঝড় থামিয়ে ওয়াংখেড়েতে জিতল বেঙ্গালুরু
লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পরিস্থিতির প্রত্যাশা মিটিয়ে ব্যাটিং করতে না পারায় ২২ বলে ২৫ রান করা তিলক ভার্মাকে তুলে নিয়েছিলেন প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে। পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সেই তিলকই খেললেন ১৯৩.১০ স্ট্রাইক রেটে ২৯ বলে ৫৬ রানের ইনিংস। তিলকের সঙ্গে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের ১২তম ওভারে সূর্যকুমার যাদব যখন ফিরলেন তখনও ম্যাচ জেতার জন্য প্রয়োজন ৪৮ বলে ১২৩ রান।