
হেসনকে ‘থার্ডক্লাস কোচ’ বললেন পাকিস্তানের সাবেক পেসার
‘কঠিন উইকেটে কীভাবে ব্যাটিং ও বোলিং করতে হয়, বাংলাদেশ সেটা পাকিস্তানকে শিখিয়েছে।’ সিরিজ হারের পর পাকিস্তানের সমালোচনায় এমন মন্তব্য করেছেন রমিজ রাজা। চলমান সিরিজ ধারাভাষ্য দিতে থাকা রমিজের মতো পাকিস্তানের ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। প্রধান কোচ মাইক হেসনও ছাড় পেলেন না সমালোচনা থেকে। তানভীর আহমেদের চোখে হেসন একজন ‘থার্ডক্লাস’ কোচ।