
বরিশালের বিপক্ষে জিতেও ঢাকার বিদায়
শুভাগত হোম যখন আউট হয়ে ফেরেন ঢাকা বিভাগের রান তখন ৭ উইকেটে ১৩১। এমন অবস্থা থেকে ঢাকাকে টেনে তোলেন সুমন খান ও নাজমুল ইসলাম অপু। তাদের দুজনের ৪৫ রানের জুটিতে ১৭৮ রানের পুঁজি পায় ঢাকা। ব্যাট হাতে ২১ বলে অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলে অবদান রাখেন সুমন। পরবর্তীতে বল হাতে নিয়েছেন ২ উইকেট। সুমনের ম্যাচসেরার ম্যাচে বরিশালের বিপক্ষে ১৯ রানের জয় পেয়েছে তারা। যদিও রান রেটে পিছিয়ে থাকায় বরিশালকে হারিয়েও বিদায় নিতে হয়েছে সাইফের ঢাকাকে।