
নাইট রাইডার্সে সিমন্সের স্থলাভিষিক্ত ব্রাভো
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরের জন্য প্রধান কোচ হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স। সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হয়েছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আগামী আসরের জন্য প্রধান কোচ হিসেবে ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স। সাবেক এই ক্যারিবীয় অলরাউন্ডার ফিল সিমন্সের স্থলাভিষিক্ত হয়েছেন।
এবারের আইপিএলটা ভালো যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। আট ম্যাচ খেলে কেবল তিনটিতে জয়ের দেখা পেয়েছে আজিঙ্কা রাহানে। পুরো আসরজুড়ে এখনও সেভাবে কিছু করে দেখাতে পারেননি আন্দ্রে রাসেল। দলের সিনিয়র এই অলরাউন্ডারের প্রতি তবুও ভরসা রাখছে কলকাতা ফ্র্যাঞ্চাইজি।
রভম্যান পাওয়েলের নেতৃত্বে ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পাশাপাশি সবশেষ ২০ ওভারের বিশ্বকাপের সুপার এইটে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পরও পাওয়েলকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমন সিদ্ধান্তকে দেশের ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মনে করেন ডোয়াইন ব্রাভো।
২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দুবার গৌতম গম্ভীরের হাত ধরে শিরোপা জিতলেও শেষবার শ্রেয়াস আইয়ারের হাত ধরে শিরোপা ঘরে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের আসন্ন আসরেও শিরোপা ঘরে তুলতে চায় কলকাতা।
টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদ খানের শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হলো সবচেয়ে আকর্ষণীয় পালক। ডোয়াইন ব্রাভোকে ছাড়িয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন আফগানিস্তানের লেগ স্পিন তারকার। ব্রাভোর চেয়ে ১২১ ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন রশিদ।