
বরিশালের শিরোপা জয়ে অবদান রাখতে পেরে আপ্লুত মালান
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পেছনে বেশ বড় অবদান রেখেছেন ডেভিড মালান। বরিশালের শিরোপা জয়ে আনন্দে রীতিমতো আত্মহারা ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালকে শিরোপা জেতানোর পেছনে বেশ বড় অবদান রেখেছেন ডেভিড মালান। বরিশালের শিরোপা জয়ে আনন্দে রীতিমতো আত্মহারা ইংল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটার।
পারিশ্রমিক না পাওয়ায় বিপিএলের চলমান আসরে পুরো দলের অনুশীলন বয়কট, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট, দল ছেড়ে বাসায় চলে যাওয়া কিংবা টাকা না পেয়ে বিদেশি ক্রিকেটারের হোটেলে বসে থাকার মতো ঘটনা ঘটেছে। এমন অবস্থায় অনেক বিদেশি ক্রিকেটার ভবিষ্যতে বিপিএলে খেলতে আসার ব্যাপারে ভেবে দেখার কথাও জানিয়েছেন। বিপিএলের এমন পরিস্থিতি নিরসনে ডেভিড মালানের সহজ সমাধান। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার ফ্র্যাঞ্চাইজিদের উদ্দেশ্যে করে জানান, টাকা থাকলে দল নেবেন আর না থাকলে নেবেন না।
রবিবার ফরচুন বরিশালের বোলারদের তোপে ৮ উইকেটে ১২১ রানেই থেমে গিয়েছিল চট্টগ্রাম কিংসের ইনিংস। এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই বিপদে পড়ে বরিশাল। রান আউটে কাঁটা পড়েন ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল।
পাওয়ার প্লে'তেই রিপন মন্ডল এবং ফাহিম আশরাফের তোপে পাঁচ উইকেট হারায় চিটাগং কিংস। এরপর মোহাম্মদ মিঠুনের ৩৪ বলে ৩৫ এবং আরাফাত সানির ৩৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ফরচুন বরিশালের বিপক্ষে ২০ ওভারে আট উইকেটে ১২১ রান তোলে চিটাগং কিংস। জবাবে দ্রুত কিছু উইকেট নিতে পারলেও ডেভিড মালানের ৪১ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংসে ছয় উইকেট এবং ২০ বল হাতে রেখেই জিতে গেল ফরচুন বরিশাল। এই জয়ের দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান ধরে রাখল বরিশাল। আট পয়েন্ট নিয়ে চিটাগং আছে তিনে।
ইংল্যান্ড জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন দাভিদ মালান। জাতীয় দলে সুযোগ পেতে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স। বিপিএল ও ডিপিএল খেলে আজকের মালান হয়ে ওঠায় বাংলাদেশের টুর্নামেন্টগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।