
পিএসএল খেলতে ইসিবির কাছে এনওসির স্পষ্টতা চান ইংলিশ ক্রিকেটাররা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের আগেই জেমস ভিন্সকে করাচি কিংস এবং ক্রিস জর্ডান ও ডেভিড উইলিকে রিটেইন করে মুলতান সুলতানস। ১৩ জানুয়ারি লাহারে হওয়া ড্রাফট থেকে দল পেয়েছেন ইংল্যান্ডের আরও তিন ক্রিকেটার। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন টম কোহলার-ক্যাডমোর আর লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে স্যাম বিলিংস ও কম কারানকে।