
ফকসের ‘৯ উইকেটে’ নিউজিল্যান্ডের ৩৫৯ রানের জয়
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসের দেড়শ ছোঁয়া ইনিংসে ছয়শ ছাড়িয়ে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। বুলাওয়েতে ইনিংস হার এড়াতে ৪৭৬ রান করতে হতো জিম্বাবুয়ে। অথচ দুইশও কাছেও যেতে পারেনি স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া জাকারি ফকস দ্বিতীয় ইনিংসে নিয়েছেন আরও ৫ উইকেট। ডানহাতি পেসারের এমন বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১১৭ রান। ইনিংস ও ৩৫৯ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।