
চেন্নাইয়ে ১৭ বছর পর জিতল বেঙ্গালুরু
ক্রুনাল পান্ডিয়ার শেষের ওভারে দুই ছক্কার সঙ্গে একটি চার মেরে শেষ করলেন মহেন্দ্র সিং ধোনি। ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে সুরেশ রায়নাকে টপকে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রানের মালিকও হয়েছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। ধোনির এমন ব্যাটিং ও কীর্তির দিনেও জশ হেজেলউড, ইয়াশ দয়াল ও লিয়াম লিভিংস্টোনদের বোলিংয়ে হারতে হয়েছে চেন্নাইকে।