
রংপুরকে হারিয়ে জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা
রংপুরের সামনে গ্লোবাল সুপার লিগের টানা দুইবারের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল। তবে ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩২ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় আসরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নুরুল হাসান সোহানের দলকে। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গায়ানা। জবাবে খেলতে নেমে রংপুরের ইনিংস থেমেছে ১৬৪ রানে।